শিরোনাম

রাজশাহী, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের প্রাথমিক দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
তফসিল ঘোষণার পরে আজ বৃহস্পতিবার রাতে বাসসকে দেওয়া প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন ও রাজশাহী-১ আসনের জামায়াত মনোনীত এ এমপি পদপ্রার্থী।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের আমি ও ডামি নির্বাচনে কেউ ভোট দিতে পারিনি। ওই তিনটি নির্বাচনই ছিল প্রহসনের। আশা করছি, এই নির্বাচনে সবাই ভোট দিতে পারবে, আর এই ব্যবস্থা বর্তমান অন্তবর্তী সরকার করবে।
জাতীয় নির্বাচনের তপসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। এজন্য আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, আমরা অন্তবর্তী সরকারকে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা জন্য বার বার বলে আসছিলাম। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছিলেন। সেই রোড ম্যাপ অনুযায়ী তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা তার কথা রেখেছেন এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি।
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, আমরা আশা করবো সুন্দর একটি নির্বাচনী পরিবেশ তৈরি করতে সক্ষম হবে এই সরকার। জনগণ তার ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবে। সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটগ্রহণে সক্ষম হবে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।