শিরোনাম

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজ উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
আদেশের বিষয়ে রিটের পক্ষের আইনজীবী মো. ইয়ারুল ইসলাম বলেন, ‘আদালত বলেছেন- এখন দেশের মানুষ নির্বাচনমুখি, এই রিট এই সময়ে উপযোগী নয়। তখন আমি দেশের বৃহত্তর স্বার্থে রিটটি শুনানি করব না বলি। এরপর আদালত রিটটি উত্থাপিত হয়নি (নট প্রেস রিজেক্ট) মর্মে খারিজ করে দেন।’
নিবিন্ধিত রাজনৈতিক দল ‘বাংলাদেশ কংগ্রেস’র পক্ষে গত ৩ ডিসেম্বর রিট আবেদনটি করেন দলটির মহাসচিব মো. ইয়ারুল ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডিসি-ইউএনও নিয়োগ না দিয়ে জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ দিতে রুল ও নির্দেশনা চাওয়া হয়। আর প্রাথমিক শুনানির পর হাইকোর্ট যদি রুল জারি করেন, তবে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সমস্ত কার্যক্রম স্থগিত চাওয়া হয়।