বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,২১২ মামলা

ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত দুইদিনে অভিযান চালিয়ে ৩ হাজার ২১২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এছাড়া অভিযানকালে মোট ৬৮০ টি গাড়ি ডাম্পিং ও ৩১৪ টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের  উপ-পুলিশ কমিশনার  মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩টি বাস, ৩টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৯টি বাস, ৫০টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৭৮টি মোটরসাইকেলসহ মোট ৪৩৪ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮টি বাস, ৬টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১৬০টি মোটরসাইকেলসহ মোট ৩০৮টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২টি বাস, ২০টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৭১টি সিএনজি ও ২৯০টি মোটরসাইকেলসহ মোট ৪৯৯ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২৮টি বাস, ৯টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ৩১৯টি মোটরসাইকেলসহ মোট ৬৩৫টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৮টি বাস, ৪টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১০১টি সিএনজি ও ১৬২টি মোটরসাইকেলসহ মোট ৫২৯ টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ৯ টি বাস, একটি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৭৭ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ২০টি বাস, ৫টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২২৭ টি মামলা হয়েছে। 

গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।