শিরোনাম

ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জামায়াতসহ সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ আজ শনিবার বেলা ১২টা থেকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে শুরু হয়েছে। এর আগে সফলভাবে সাতটি বিভাগীয় শহরে সমাবেশ করেছে আট দল।
সমাবেশে সভাপতিত্ব করছেন খেলাফত মজলিস-এর কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। এছাড়া, বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ৮ দলের শীর্ষ নেতারা।
সিলেট বিভাগের চারটি জেলার ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকসহ সমাবেশে লাখো মানুষের অংশগ্রহণ হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করছেন।
সমাবেশের মূল দাবি— আগামী জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা এবং গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী নিশ্চিত করাসহ মোট পাঁচটি।
পুলিশ ও স্থানীয় প্রশাসন মিলে আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা জোরদার করেছে।
এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বাসস’কে বলেন, আমাদের পক্ষ থেকে নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে ৮ দল তাদের দাবি গণমানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং ভোটের আগে রাজনৈতিক চাপ তৈরিতে সমাবেশকে গুরুত্ব দিচ্ছে। সিলেটসহ সিলেট বিভাগের অনেক উপজেলা-জেলা থেকে মানুষ অংশ নিয়েছে। ফলে, এটি জেলার রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বোদ্ধারা।