বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ১৯:৪৩
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১৯:৪৯

ফরাসি রাষ্ট্রদূতের এনসিপি কার্যালয় পরিদর্শন

ছবি : ফরাসি দূতাবাস

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে আজ বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় পরিদর্শন করেছেন।

রাষ্ট্রদূত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে এনসিপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বলে ঢাকাস্থ ফরাসি দূতাবাস জানিয়েছে।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকাস্থ ফরাসি দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান ক্রিশ্চিয়ান বেক।

আলোচনায় মূলত চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কিত বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।