বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১৬

কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আজ ড. আতিক মুজাহিদের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন এনসিপির জেলা নেতারা। ছবি: বাসস

কুড়িগ্রাম, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ (উলিপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ।

কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আজ দুপুর ১২টায় ড. আতিক মুজাহিদের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া।

কুড়িগ্রাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এনসিপির নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র তুলে দেন।

অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরাত-এ-খুদা, এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, হাফিজুর রহমান খান ও রাজু আহমেদ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা এবং জাতীয় ছাত্র শক্তির জেলা শাখার সদস্য সচিব সাদিকুর রহমানসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, কুড়িগ্রাম-২ আসনের মানুষের প্রত্যাশা পূরণ ও একটি সুশাসনভিত্তিক রাজনীতির লক্ষ্যে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ মাঠে নামতে প্রস্তুত।