বাসস
  ০৫ নভেম্বর ২০২৫, ২২:৩৯

দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ ৮ জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়। আটককৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

পুলিশ সূত্র জানায়, ঢাকার বিভিন্ন স্থানে হঠাৎ মিছিল করে আইনশৃঙ্খলা বিঘ্ন করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবি (ডিএমপি)’র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।