বাসস
  ০৫ নভেম্বর ২০২৫, ২০:৫১

সিইসির কাছে নেত্রীদের দাবি: নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন

ছবি : উইমেন এন্টারপ্রেনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৫০ শতাংশ বা ১৫০ আসনে যাতে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে তা নিশ্চিত করার দাবি জানিয়েছে নারী নেত্রীরা। নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে উইমেন এন্টারপ্রেনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল এ দাবি জানান।

এরআগে নাসরীন ফাতেমা আউয়ালের নেতৃত্বে ছয় সদস্যের নারী নেত্রীদের একটি প্রতিনিধি দল সিইসির সাথে সাক্ষাৎ করেন।

সিইসির সাথে সাক্ষাৎ শেষে নাসরীন ফাতেমা আউয়াল বলেন, নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা সরকারকে বলতে চাই, নারীরা যে নির্বাচনে আসছেন তাদেরকে অবশ্যই সহায়তা দিতে হবে। নারীরা যেন নির্বাচন করতে পারেন, সেইরকম একটা ব্যবস্থা যেন নারীদের জন্য থাকে। নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোটও দিতে পারেন, সেই জিনিসটাও যেন ওনারা দেখেন। এটা নিয়েও আমরা কথা বলেছি।

তিনি বলেন, আমরা চাই অন্তত ৫০ শতাংশ, ৩০০টা আসনের মধ্যে ১৫০ আসনে যেন নারীদের দেয়া হয়। নারীরা যেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেই জিনিসটা আমরা নিশ্চিত করতে চেয়েছি।

নাসরীন ফাতেমা আউয়াল বলেন, নারীদেরকে সরকার যদি একটু সহায়তা করেন, তাহলে অনেক নারীই কিন্তু ইলেকশনে আসতে পারবেন।