শিরোনাম

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : পুলিশের ওসি ও ডিআিইজি মিথ্যা পরিচয় ধারণ ও ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট।
গ্রেফতারকৃত প্রতারকের নাম মো. সাদ্দাম হোসেন (৩৫)। তাকে গতকাল রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে গ্রেফতার করে সিপিসি ইউনিট।
সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা যায়, খুরশীদ জাহান নামক এক ব্যবসায়ী গত ২৫ আগস্ট বিকেলে হোয়াটসঅ্যাপে একটি কল পান। কলদাতা নিজেকে ‘ওসি মহসিন’ পরিচয়ে আলম গাজী নামের একজন অর্থপাচারকারী আসামি তাদের হেফাজতে আছেন বলে জানান। যিনি ভুক্তভোগীর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মানিলন্ডারিং অপরাধ করেছেন।
এখন তাকেও আসামি করা হবে বলে ভয়ভীতি দেখিয়ে চক্রটি ব্র্যাক ব্যাংকের বিভিন্ন একাউন্টের মাধ্যমে তিন দফায় মোট ১৫ লাখ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে চক্রটি ‘ডিআইজি’ পরিচয়ে আরও ২ লাখ টাকা দাবি করলে খুরশীদ জাহানের সন্দেহ হয় এবং তিনি এই বিষয়ে ডিএমপি’র ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন।
এতে আরও বলা হয়, মামলার পর তথ্য-প্রযুক্তি ও বিভিন্ন তথ্য-উপাত্তের বিশ্লেষণের ভিত্তিতে প্রতারক চক্রের কার্যক্রম শনাক্ত করে সিআইডি। পরে অভিযুক্তের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও দু’টি সিমকার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি তার অপরাধের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিলে তাকে আদালতে সোপর্দ করা হয়। পাশাপাশি চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে সিআইডি অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।