বাসস
  ০৫ নভেম্বর ২০২৫, ১৮:৫০

কৃষি মার্কেটে অভিযান : ১,৫৫৫ কেজি পলিথিন জব্দ ও ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা 

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের দায়ে রাজধানী মোহাম্মদপুরের কৃষি মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ হাজার ৫৫৫ কেজি পলিথিন জব্দ ও ছয়টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে। 

আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম আজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

এতে বলা হয়, অভিযান পরিচালনাকালে র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামজিদ ও পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটসহ মোবাইল কোর্টের মাধ্যমে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

অভিযানে নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে আমিনুল ওয়ান টাইম ঘরকে ২৫ হাজার টাকা, ভাই ভাই এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা, মের্সাস মামুন বিজনেস সেন্টারকে পাঁচ হাজার টাকা, দেলোয়ার ওয়ান টাইম স্টোরকে পাঁচ হাজার টাকা, মায়া শপিং স্টোরকে দশ হাজার টাকা ও মেসার্স শরীয়তপুর প্যাকেজিং স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  

একই সঙ্গে জনস্বার্থে ভবিষ্যতে পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত না করার জন্য মৌখিকভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পলিথিন উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে র‌্যাব ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে। ভবিষ্যতেও র‌্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।