শিরোনাম

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলার অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নিউমার্কেট থানার সাবেক সাধারণ সম্পাদক সাজেদ হাসান ফাহাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আজ বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই বিকেলে রাজধানীর নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় আসামিদের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান।
এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।