বাসস
  ০৫ নভেম্বর ২০২৫, ০০:১৫

দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন এবং আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. এ.এইচ.এম ইয়াহইয়ার রহমান আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিললাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তিনি কর্ম জীবনে একই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, প্রক্টর, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্টসহ নানাবিধ দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলেরও সদস্য ছিলেন। একইসাথে দীর্ঘদিন ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদ, টিকাটুলী জামে মসজিদ, রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় মসজিদ ও কুষ্টিয়া কলেজ মোড় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। নানাবিধ শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

তার প্রথম জানাজা আজ রাত নয়টায় ঢাকার ডেমরায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। এখানে দেশবরেণ্য ওলামায়ে কেরামের পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বক্তব্য রাখেন। দ্বিতীয় জানাজা আগামীকাল যোহরের নামাজের পর নিজ গ্রাম কাশিমাড়ী (শ্যামনগর, সাতক্ষীরা) কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে।

তিনি দুই ছেলে, দুই মেয়ে, জামাতা, আত্মীয়স্বজন, ছাত্র-গবেষক ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তার জন্য সকলের নিকট আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে।