বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ২১:৩৮

সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ নভেম্বর ২০২৫ (বাসস) : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক সংসদ সদস্য মো. নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। উপসহকারী পরিচালক এ এম তাহের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, ২০২৫ সালের ১০ এপ্রিল নুরজাহান বেগম কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫৩ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার ৮১৮ টাকার সম্পদের ঘোষণা দেন। যাচাই-বাছাইয়ে একই পরিমাণ সম্পদ তার নামে পাওয়া গেলেও, এর বিপরীতে বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ১৬ কোটি ৪৫ লাখ ৫৪ হাজার ৪৩৪ টাকা। পারিবারিক ব্যয় বাবদ ৮ কোটি ১৫ লাখ ৮২ হাজার ৪৬৭ টাকা বাদ দিলে তার নিট সঞ্চয় দাঁড়ায় ৮ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৯৬৭ টাকা।

ফলে তিনি বৈধ উৎসবিহীনভাবে ৪৫ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে।

এ ছাড়া নুরজাহান বেগম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র ফেনী শাখায় একটি চলতি হিসাব পরিচালনা করেন। ২০১৯ সালের ২২ মে থেকে ২০২৪ সালের ১৩ আগস্ট পর্যন্ত তিনি এ হিসাবে মোট ৪৩ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৮০৩ টাকা ৬৪ পয়সার সন্দেহজনক লেনদেন করেছেন।