শিরোনাম

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭০৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল সোমবার ৩ নভেম্বর এসব মামলা দায়ের করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২ টি বাস, দুইটি ট্রাক, ২৫ টি কাভার্ডভ্যান, ৫৪ টি সিএনজি ও ২০২ টি মোটরসাইকেলসহ মোট ৩৬২ টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩১ টি বাস, ২১ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৬৩ টি মোটরসাইকেলসহ মোট ১৯৭ টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪ টি বাস, চারটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ১০০ টি মোটরসাইকেলসহ মোট ২০৫ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে নয়টি বাস, ১২ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ১৪৮ টি মোটরসাইকেলসহ মোট ২৪২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২০ টি বাস, দুইটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ১৮১ টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮ টি বাস, নয়টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ১০৪ টি মোটরসাইকেলসহ মোট ২৬৫ টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে নয়টি বাস, একটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজি ও ৪০ টি মোটরসাইকেলসহ মোট ৯১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ছয়টি বাস, তিনটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ১০১ টি মোটরসাইকেলসহ মোট ১৬৬ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৩৪ টি গাড়ি ডাম্পিং ও ১১০ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।