বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ১৭:২৬

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে।

আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

গ্রেফতাররা হলেন— খালিদ হাসান মিলু (২৪), মো. আরমান (৩৬), রুবেল মিয়া (৪০), মো. আতিক (২৮), মো.  জিয়া (২৭), শাহাবুদ্দিন (১৯), ইয়াসমিন আক্তার (২৬), মো. জাহিদ (২৬), মো. রাহাত (২০), নবীউল হাসান হৃদয় (২৪), অন্নয় হাসান জামিল (২২), রমজান (১৯), আরাফ আহমেদ শাফি (২৪), মো. রাসেল (২৫), আব্দুল মুক্তাদির (৩৫), মো. সাদ্দাম হোসেন (২৬), মো. শাকিল (২২), মো. ইসহাক (৩৫), হীরা ওরফে বীমা ওরফে গেইল হীরা (২৫), মো. আকাশ ওরফে সেতু (২৬), মো. বিল্লা ওরফে বিল্লা কসাই (৩০), মো. মোতালেব হোসেন, রাব্বি (২২), সাজু ( ২২), আরিফ (২৪) ও ইমন (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২৬ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ২৮৯ পিস ইয়াবা, ১৬ গ্রাম হেরোইন, চাপাতি দু’টি ও চাকু তিনটি উদ্ধার করা হয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।