শিরোনাম

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানায়। এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১১৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫২৫ জন রয়েছে।
এসময় দুইটি বিদেশি পিস্তল, দুইটি পিস্তল, একটি পাইপ গান, পাঁচটি তাজা ককটেল, তিনটি ম্যাগাজিন, দুই রাউন্ড কার্তুজ, চারটি সিসা কার্তুজ, চার রাউন্ড গুলি, দুইটি কিরিজ, একটি চাইনিজ কুড়াল, ছয়টি রামদা, একটি ছোরা ও একটি চাকু জব্দ করা হয়েছে।