বাসস
  ০৩ নভেম্বর ২০২৫, ১৭:৫৯

বগুড়ায় মাহবুব আলী খাঁনের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর মাহবুব আলী খাঁনের ৯১তম জন্মবার্ষিকীতে বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। ছবি: বাসস

বগুড়া, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের ৯১তম জন্মবার্ষিকীতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বাদ জোহর মরহুমের পরিবারের উদ্যোগে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

মরহুমের পরিবারের পক্ষে ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর গেদা, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, সৈয়দ আব্দুল গফুর দারা, আল আমিন সরকার ও উজ্জ¦ল হোসেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওলানা বেলায়েত আলী।

এদিকে দুপুরে শহরের দত্তবাড়ীতে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।