বাসস
  ২৮ অক্টোবর ২০২৫, ১৭:২২

এলজিইডির ৩ প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজধানীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ১ কোটি ২২ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তিন প্রকৌশলী ও এক ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন। দুদকের সহকারী পরিচালক স্বপন কুমার রায় বাদী হয়ে আজ ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- নর্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়া, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ছাবের আলী, উপসহকারী প্রকৌশলী মো. শামস জাভেদ এবং ঠিকাদার আবু সাইদ খান।

দুদক সূত্রে জানা যায়, গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মাণ প্রকল্পে কাজ অসম্পূর্ণ থাকা সত্ত্বেও আসামিরা মিথ্যা পরিমাপ দেখিয়ে অতিরিক্ত বিল উত্তোলন করেন। গণপূর্ত অধিদপ্তরের যাচাইয়ে দেখা যায়, প্রকল্পের প্রকৃত ব্যয় ছিল ২ কোটি ৪৫ লাখ টাকা, কিন্তু বিল পরিশোধ করা হয়েছে ৩ কোটি ৬৭ লাখ টাকার বেশি। ফলে অতিরিক্ত ১ কোটি ২২ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাত করা হয়েছে।