বাসস
  ২৮ অক্টোবর ২০২৫, ১৬:২০

খালেকুজ্জামান চৌধুরী গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ এর উপসচিব তাসমিন ফারহানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) ঢাকা মো. খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তর, ঢাকার প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) বদলিপূর্বক পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদায়ন করা হলো।

বর্ণিত কর্মকর্তাগণ আগামী ২৮/১০/২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন; অন্যথায় তারা ২৮/১০/২০২৫ তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।