বাসস
  ২৮ অক্টোবর ২০২৫, ১০:৫৭

সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগরে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন সংগঠনটির নেতাকর্মীরা। ছবি: বাসস

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগরে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সোমবার দিবসটি উদযাপন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে আয়োজিত সমাবেশে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

জেলা পর্যায়ের কর্মসূচি

ভোলা: জেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী: জেলা আহ্বায়ক খায়রুল আনাম বকুলের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

বান্দরবান: শহরের কেন্দ্রীয় ঈদগা ময়দান থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবু সাইদ মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়, পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম: জেলা বিএনপি কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল ব্যানার ও ফেস্টুন।

গাজীপুর: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়। বিকেল থেকেই জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল নেতাকর্মীরা মিছিলসহ বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হন।

ঠাকুরগাঁও: জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

বগুড়া: সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচি। এরপর বিকেল ৪টায় আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত র‌্যালিতে শহর ও ১২টি উপজেলার যুবদল নেতারা অংশ নেন।

বরিশাল উত্তর জেলা: এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

পঞ্চগড়: জেলা বিএনপি কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে তেঁতুলিয়া এশিয়ান হাইওয়ে হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

ফরিদপুর: সিভিল সার্জন অফিসের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলীপুর গোরস্তান মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নেতৃত্ব দেন।

কুমিল্লা: কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা শাখাসহ উপজেলা পর্যায়ে আয়োজিত র‌্যালি ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সংগঠন ও নেতৃত্ব

বিএনপির যুব অঙ্গসংগঠন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। যা ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার সময় আহ্বায়ক ও পরবর্তীতে সভাপতি ছিলেন আবুল কাশেম এবং প্রথম সাধারণ সম্পাদক ছিলেন সাইফুর রহমান।

১৯৮৭ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত কাউন্সিলে মির্জা আব্বাস সভাপতি ও গয়েশ্বর চন্দ্র রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৩ সালের ৮ অক্টোবরের কাউন্সিলেও তারা পুনর্নির্বাচিত হন।

২০০২ সালের কাউন্সিলে সভাপতি হন বরকত উল্লাহ বুলু ও সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ২০১০ সালের ১ মার্চ আলাল সভাপতি ও সাইফুল আলম নীরব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি সুলতান সালাউদ্দিন টুকু সভাপতি ও আব্দুল মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। পরে ২০২৪ সালের ৯ জুলাই মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বিগত আওয়ামী শাসনামলে সংগঠনের অনেক নেতা-কর্মী মামলা ও পুলিশের হামলার মুখেও রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন বলে দলটির মিডিয়া সেলে জানানো হয়েছে।