শিরোনাম

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর লালবাগ থানার বিভিন্ন এলাকায় গতকাল বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ছাদ রহমান, সেন্টু মিয়া, নাফিজা আক্তার মিম, দেলোয়ার হোসেন কালু (২৮), মো. রুবেল (২৯), মো. রুবেল শেখ (২৩), মাসুদ (২৬), মো. হৃদয় (২৫), রনি (৩৪), আব্দুল আলিম (১৯), মো. রাহাত (১৯), হারুন অর রশিদ (৪০) ও মো। আজাদ ইসলাম (২০) ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লালবাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে পরিচালিত বিশেষ অভিযানে তিন জনকে গ্রেফতারি পরোয়ানা ও দশ জনকে ডিএমপি অধ্যাদেশ মূলে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিন জন পরোয়ানাভুক্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং অপর দশ জনকে অপরাধ আমলে গ্রহণ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য লালবাগ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবরে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়।