শিরোনাম

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): জনদুর্ভোগ ও অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।
আজ দুদকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দুদক জানায়, টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় সড়ক নির্মাণ প্রকল্পে বিদ্যুৎ খুঁটি অপসারণ না করে জনদুর্ভোগ সৃষ্টি এবং বরাদ্দকৃত ১ কোটি ৬০ লাখ টাকা উত্তোলনের মাধ্যমে আত্মসাতের অভিযোগে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে টিম প্রকল্প সংশ্লিষ্ট সকল নথিপত্র সংগ্রহ করে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সরেজমিন পরিদর্শন সম্পন্ন করে এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্য রেকর্ড করে।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পুনঃনির্মিত রাস্তার পাশে নির্ধারিত দূরত্বে অধিকাংশ বৈদ্যুতিক খুঁটি স্থাপিত আছে। তবে পৌরসভার আওতাধীন অংশে সীমিত জায়গার কারণে কিছু খুঁটি অপসারণ সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়।
এছাড়া, নোয়াখালীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষ পদে অনিয়মপূর্ণ নিয়োগ, সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘন করে একইসাথে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকা এবং অন্যান্য প্রশাসনিক ও আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগে অপর একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট প্রাথমিক তথ্য-উপাত্ত যাচাই করে সরেজমিন পরিদর্শন সম্পন্ন করে এবং প্রাসঙ্গিক নথিপত্র কলেজ কর্তৃপক্ষের নিকট থেকে সংগ্রহ করে।
দুদক জানায়, সংগৃহীত তথ্য-উপাত্ত ও নথির বিশ্লেষণ শেষে টিম কমিশন বরাবর একটি বিস্তারিত এনফোর্সমেন্ট প্রতিবেদন প্রতিবেদন দাখিল করা হবে।