শিরোনাম

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রোববার অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- শ্রী হৃদয় (২২), মাসুদ রানা (২৮), এম রহমান চৌধুরী (৪৯), বুলু (২৫), নাসির (২৮), বেলাল (২৪), শামীম (৩৩), সাইফুল (৩২), ফিরোজ (২৮) ও ইমরান (১৮)।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।