বাসস
  ২৭ অক্টোবর ২০২৫, ১৩:৩৫

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির নৈশভোজ অনুষ্ঠিত

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস) আয়োজিত 'এসবিএস এসজি ৬০ ডিনার, ২০২৫' গতকাল (রোববার) অনুষ্ঠিত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস এবং সিঙ্গাপুর-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব উদযাপনের লক্ষ্যে গতকাল দ্যি শেভরনস বলরুমে এই নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটির সংস্কৃতি, সম্প্রদায় ও যুব এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দিনেশ বাসু দাশ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের হাইকমিশনার ফেরদৌসি সাহারিয়া এবং সিঙ্গাপুরের সংসদ সদস্য ড. হামিদ রাজাক।

অনুষ্ঠানে বাংলাদেশি হস্তশিল্প সমৃদ্ধ রঙিন স্টলের প্রদর্শনী করা হয়। এছাড়া অনুষ্ঠানে কমিউনিটি রিকগনিশন অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং 'রঙধনু - দ্য রেইনবো' প্রকাশনা উন্মোচন করা হয়। 

পাশপাশি সিঙ্গাপুর ও বাংলাদেশিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা আয়োজন করা হয়।

সিঙ্গাপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় নাগরিক এবং সেখানে বসবাসরত প্রবাসি বাংলাদেশিসহ প্রায় ৪৫০ জন অতিথি উৎসবে অংশ নেন।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)। চার দশকেরও বেশি সময় ধরে দু’দেশের জনগণের মধ্যে বন্ধন দৃঢ় করা, সামাজিক কল্যাণ, সাংস্কৃতিক বিনিময় ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংগঠনটি।