বাসস
  ২৭ অক্টোবর ২০২৫, ০৯:০৩

পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের শপথ গ্রহণ

পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশনের নব-নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে পরিচালকসহ সংস্থার সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: বাসস

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশনের নব-নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

রোববার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশনের নব-নির্বাচিত প্রতিনিধিরা শপথ নেন। 

তাদেরকে শপথ বাক্য পাঠ করান পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ও পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট) মো: গোলাম মোর্তজা। অনুষ্ঠানে পরিচালকসহ সংস্থার সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পেট্রোবাংলার ব্যবস্থাপক (প্রশাসন) মুসলিমা আক্তার। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: রেজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলম। 

এছাড়া আরও বক্তব্য দেন পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশনের বিদায়ী সভাপতি ও মহাব্যবস্থাপক (পরিকল্পনা, কৌশল ও রিসোর্সেস মবিলাইজেশন) প্রকৌশলী বিশ্বজিৎ সাহা এবং নব-নির্বাচিত সভাপতি ও উপ-মহাব্যবস্থাপক (ভিজিলেন্স) এম নাসিমুল আলীম।

গত ১৫ অক্টোবর নির্বাচনে নির্বাচিতরা হলেন: সভাপতি এম নাসিমুল আলীম, উপ-মহাব্যবস্থাপক (ভিজিলেন্স); সিনিয়র সহ-সভাপতি মো: শামীম হাসান, মহাব্যবস্থাপক (নিরীক্ষা); সহ-সভাপতি মো: শরিফুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক (এমইএন্ডআই) এবং শাম্মী আক্তার, উপ-মহাব্যবস্থাপক (এক্সপ্লোরেশন); সাধারণ সম্পাদক মো: ফজলুল হক, ব্যবস্থাপক (সেবা); যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম, উপব্যবস্থাপক (এইচআর); সহকারী সাধারণ সম্পাদক মো: সাকিব মেহেদী, উপব্যবস্থাপক (ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট); অর্থ সম্পাদক তৌহিদুর রহমান, সহকারী ব্যবস্থাপক (নিরীক্ষা); সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, উপব্যবস্থাপক (প্রশাসন); কল্যাণ সম্পাদক মো: আশিক হোসেন, সহকারী ব্যবস্থাপক (হিসাব); প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: শাহরিয়ার সাগর, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন); ক্রীড়া সম্পাদক মো: আবীর হোসাইন, সহকারী ব্যবস্থাপক (হিসাব); দপ্তর সম্পাদক মো: শাহাদাত হোসেন, সহকারী ব্যবস্থাপক (উৎপাদন ও বিপণন); মহিলা সম্পাদক সাবিনা আক্তার রুনা, ব্যবস্থাপক (হিসাব) এবং পরিষদ সদস্যরা হলেন মো: আফজাল হোসেন, উপব্যবস্থাপক (হিসাব); মো: নাজমুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (আরডিএমডি) এবং মোহাম্মদ আব্দুল্লাহ, উপব্যবস্থাপক (প্রশাসন)।