বাসস
  ২৭ অক্টোবর ২০২৫, ০০:১৮
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০০:২১

সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)-এর সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. সোয়াহেল বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন।

আজ রোববার কারা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি কানাডার টরন্টোতে সোয়াহেলকে দেখা গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। যা সত্য নয়। তিনি বর্তমানে কেরানীগঞ্জ কারাগারেই রয়েছেন। অনলাইনে কোনো ভূয়া তথ্য বিশ্বাস করা বা ছড়ানো থেকে বিরত থাকতে আহবান জানিয়েছে কারা অধিদপ্তর।