বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ২১:০৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ। ছবি : বাসস

রাজশাহী, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করেছেন।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

রাকসু (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল এক অনবদ্য ও গৌরবময় মুহূর্ত।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক চেতনা পুনরুজ্জীবিত হয়েছে, তারই পরিপূর্ণতা ঘটে এই শপথ গ্রহণের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ ও প্রশাসনিক ভবনের প্রাঙ্গণ ভরে ওঠে বিজয়ী প্রার্থীদের উচ্ছ্বাস, সমর্থকদের করতালি, আর ‘রাকসু আমাদের অধিকার’ স্লোগানে। 

রাকসুর রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমানের সঞ্চালনায় এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি পদে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। 

এ সময় ১৭টি হলের প্রভোস্ট নিজ নিজ হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ পড়ান। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা আগামী এক বছরের জন্য রাকসু, সিনেট ছাত্রপ্রতিনিধি ও হল সংসদের দায়িত্ব পালন করবেন।

রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দীন আম্মার বলেন, আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়ে খুব ভালো লাগছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এখন আমার একমাত্র লক্ষ্য শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। 

শপথ গ্রহণ শেষে রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির বলেন, আমরা কিছু ইশতেহার সামনে রেখে শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। শিক্ষার্থীদের কল্যাণে যেসব বিষয় জরুরি, সেগুলো নিয়ে আমরা দ্রুত কাজ শুরু করব।