শিরোনাম

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অগ্রাধিকারমূলক পারস্পরিক লক্ষ্য অর্জনের পাশাপাশি একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মালদ্বীপ সরকারের সাথে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
মালেতে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হুগো ইয়নের মধ্যে এক সৌজন্য সাক্ষাতে এ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। আজ রোববার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বৈঠকে দুই কূটনীতিক বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে আন্তরিক ও গঠনমূলক আলোচনা করেন। তারা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিসহ পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
আলোচনায় মানবপাচার প্রতিরোধ এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত শ্রম অভিবাসন নিশ্চিত করার বিষয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এতে দ্বীপ রাষ্ট্রটিতে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হয়।
দুই পক্ষ অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন তরান্বিত করতে মালদ্বীপের জাতীয় উন্নয়ন লক্ষ্যের নিরিখে যৌথ সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচির সম্ভাবনাও অন্বেষণ করেন।
দুই রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও মালদ্বীপের মধ্যে অব্যাহত সহযোগিতা ভারত মহাসাগর অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যে আরও শক্তি যোগাবে।