শিরোনাম

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস): খাদ্য-পানীয়ের অভাবে ক্ষুধার্ত গাজাবাসীর পাশে দাঁড়াতে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
পুনাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, সম্প্রতি দুই দফায় গাজাবাসীর কাছে খাদ্য অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। ওই অনুদানের জন্য পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের নেতৃত্বে পুলিশ পরিবারের নারীরা নিজস্ব খাবারের অংশবিশেষ বাঁচিয়ে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে ও খাদ্য সহায়তা দিয়েছে। পুনাকের দেওয়া ওই খাবার ক্ষুধার্ত মানুষের কাছে দুই দফা পৌঁছে দিয়েছে মাস্তুল ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরেই পুনাক সক্রিয়ভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার সময় যখন হোটেল- রেস্তোরাঁ বন্ধ ছিল, তখনও পুনাক খাবার পৌঁছে দিয়েছিল সাধারণ মানুষের কাছে।
এছাড়া শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা, বন্যার্তদের অনুদান, নলকূপ প্রতিস্থাপন, রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে চোখের ছানি অপারেশন, যুদ্ধাহতদের চিকিৎসা এবং যুদ্ধাহত ব্যক্তির কন্যা সন্তানদের শিক্ষার জন্য রিকশা অনুদানসহ নানা সহায়তা করে চলেছে পুনাক।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভবিষ্যতেও অব্যাহত থাকবে পুনাকের এ ধরনের মানবিক কর্মসূচি।