বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ১৮:৩২

জুলাই গণঅভ্যুত্থানের পরও ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণ দিতে হয়েছে : নাছির

ছবি : বাসস

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেমে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ শহীদ হয়েছেন। কিন্তু জুলাই পরবর্তী সময়েও ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণ দিতে হয়েছে।

আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান এবং নৃশংস হত্যাকাণ্ডেরর শিকার সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেনের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

নাছির উদ্দীন নাছির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, কয়েকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদকেও একই কায়দায় হত্যা করা হয়েছে। পারভেজ হত্যার পর প্রশাসন খুনীদের গ্রেফতার করতে গড়িমসি করেছিল। সাম্য হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজনীতি হয়েছে, যে পরিমাণ প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে হওয়ার কথা ছিল, তা আমরা দেখিনি।

নাছির আরও বলেন, জোবায়েদ হোসেন হত্যার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় অসাধারণ ভূমিকা রেখেছে এবং এখনো রেখে যাচ্ছে। হাসিবের মৃত্যুর পর ও জোবায়েদ হত্যার পর বিশ্ববিদ্যালয় থেকে যে ভূমিকা রেখেছে, তার জন্য ছাত্রদলের পক্ষ থেকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক সাবরিনা শারমীন, রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ্ উদ্দীন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিনসহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক নেতা-কর্মীরা।