বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ১৮:২০
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৯:৪০

রাজনৈতিক মতভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে : মিয়া গোলাম পরওয়ার

ফাইল ছবি

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনৈতিক মত-পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠনে অনেক বাধা আসতে পারে। এসময় অনেক পরাশক্তি ও এজেন্সি নানা ষড়যন্ত্র করবে। তবে জাতীয় নির্বাচনের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে হবে। জুলাইয়ের চেতনা ধারণ করে আমাদের ঐক্যবদ্ধ এগিয়ে যেতে হবে।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আজ এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদের প্রতি শুভেচ্ছা জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘গণঅধিকার পরিষদ’ মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়া একটি রাজনৈতিক দল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা নেতা নুরুল হক নুরের ওপর  গত ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী যে অমানুষিক নির্যাতন চালিয়েছিলো, তা সভ্যতার ইতিহাসে বিরল। দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। 

অতিসম্প্রতি তার উপর যে নির্যাতন হয়েছে সেটাও মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। তাই আমরা নতুন বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই। যেখানে গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দল ও সাংবাদিকরা তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে।