বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ১৭:১৮

পেট্রোবাংলা অফিসার্স অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : পেট্রোবাংলা অফিসার্স অ্যাসোসিয়েশনে নব-নির্বাচিত কমিটি শপথ গ্রহণ করেছেন। 

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে আজ রোববার এ শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলম।

নব-নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান, পেট্রোবাংলা অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ও মহাব্যবস্থাপক (ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট) মো. গোলাম মোর্তযা। শপথ গ্রহণ অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালকবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।