শিরোনাম

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর তিনটি কনভেনশন অনুমোদনের মাধ্যমে শ্রমিকদের অধিকার সুরক্ষায় পদক্ষেপ নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে নারীর অধিকার বিষয়ক সংগঠন নারীপক্ষ।
শনিবার এক বিবৃতিতে নারীপক্ষ জানিয়েছে ‘এটি নিঃসন্দেহে শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ।’
সম্প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইএলও-এর তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশন অনুমোদন করেছে। সেগুলো হলো-অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ কনভেনশন, ১৯৮১ (নং ১৫৫), প্রোমোশনাল ফ্রেমওয়ার্ক ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ কনভেনশন, ২০০৬ (নং ১৮৭) এবং ভায়োলেন্স অ্যান্ড হ্যারাসমেন্ট কনভেনশন, ২০১৯ (নং ১৯০)।
বিবৃতিতে বলা হয়েছে, দেশের অর্থনীতির চাকা শ্রমিকদের কঠোর পরিশ্রম ও ঘামের ওপর ভর করে ঘুরছে।
নারীপক্ষ মনে করে, তবুও দুঃখজনক যে এসব শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পর্যাপ্ত খাদ্য, বস্ত্র, আশ্রয় ও স্বাস্থ্যসেবার অভাবে অমানবিক জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন যা একেবারেই অগ্রহণযোগ্য।
সংগঠনটি আশা প্রকাশ করে যে, সরকারের এই উদ্যোগ কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে না; বরং সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে আইএলও কনভেনশনগুলোর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে এবং যাতে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটবে।