বাসস
  ২৫ অক্টোবর ২০২৫, ১৯:১৬

গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী

রুহুল কবির রিজভী রাজধানীতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতির বিজয় অর্জনে দৈনিক নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকবে।

রাজধানীতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

রিজভী বলেন, “নয়া দিগন্ত যে দুঃসময়ে টিকে আছে, সেটি জাতির জন্য অনুপ্রেরণার বিষয়। ভবিষ্যতে যদি ফ্যাসিবাদ বা মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়, তখনও নয়া দিগন্ত আমাদের আশ্রয়স্থল ও ভরসার জায়গা হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “নয়া দিগন্ত অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছে। আমরা যারা রাজনীতি করি, সেই পথচলার সাক্ষী আমরা নিজেরাই। গণতন্ত্রের ভয়াল দুঃসময়ে নয়া দিগন্ত জাতিকে প্রাণবন্ত রাখার যে ভূমিকা রেখেছে, তা জাতি দীর্ঘদিন মনে রাখবে।”

রিজভী স্মৃতিচারণ করে বলেন, “আমরা ১৬-১৭ বছর এক ভয়াবহ সময় পার করেছি। তখন সকালে জেগে প্রথম খোঁজ করতাম-নয়া দিগন্ত এসেছে কিনা। কারণ সেটিই ছিল আমাদের প্রেরণার উৎস।”

তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্মদিন, শাহাদতবার্ষিকী কিংবা রাজনৈতিক অনুষ্ঠানে যখন অন্য পত্রিকাগুলো ভয়ে কিছু প্রকাশ করতে পারেনি, তখন নয়া দিগন্ত সাহসের সঙ্গে তাদের স্মৃতি ও আদর্শ তুলে ধরেছে। এই সাহসিকতা কখনো ভোলা যাবে না।”

রিজভী বলেন, “গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতির বিজয় অর্জনে নয়া দিগন্তের ভূমিকা অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ থাকবে-এটাই আমাদের প্রত্যাশা।”