বাসস
  ২৪ অক্টোবর ২০২৫, ২১:০৬

তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে সরকারকে : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ’ স্লোগানে এক সমাবেশে বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস): বর্তমান সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

আজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ’ স্লোগানে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। তাহলেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার ১৪ মাস পার করেছে। এই ১৪ মাসে গণআন্দোলন, গণসংগ্রাম এবং গত বছরের জুলাইয়ের ঐতিহাসিক গণআন্দোলনের মধ্য দিয়ে আমরা ১৬ বছরের নিষ্ক্রিয়তার অবসান ঘটিয়েছি। অনেকেই ভেবেছিল, এই পরিবর্তন সম্ভব নয়। কিন্তু মানুষ যখন রাজপথে দাঁড়িয়েছে, তখন আর কোনো শক্তি তাদের রুখে দিতে পারেনি। জুলাইয়ের তাৎপর্য তাই ঐতিহাসিক— সমসাময়িক পৃথিবীতে এরকম দৃষ্টান্ত বিরল।