শিরোনাম

লক্ষ্মীপুর, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের উন্নয়ন ও নিরাপত্তার জন্য শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশের যুব সমাজের জন্য কর্মসংস্থান ও চাকরির সুযোগ নিশ্চিত করা বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য।
আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর পৌর মহিলা দলের উদ্যোগে এ্যানির বাসভবন প্রাঙ্গণে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এ্যানি আরও বলেন, দেশের নেতৃত্বে দায়িত্ব নেবেন তারেক রহমান, যিনি দেশের জন্য অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান ও চাকরির ব্যবস্থা দ্রুত নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ১৭ বছর দেশের বাইরে থেকে তারেক রহমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিএনপির ঐক্য এবং সুসংগঠন দেশের স্থিতিশীলতা ও প্রগতির জন্য অপরিহার্য। আগামী নির্বাচনে সফলতা অর্জনের জন্য নারী ভোটারদের সুসংগঠিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপি নেতা ও বাফুফের সহ-সভাপতি ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি। পাশাপাশি জেলা-উপজেলা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।