শিরোনাম

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার দিবাগত রাতে উক্ত ক্যাম্পে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড তাজা গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
এছাড়াও পাঁচটি সামুরাই, ১০ টি লোহার দা, দু’টি চায়নিজ কুড়াল, চারটি পেট্রোল বোমা, ১০ টি পেট্রোল বোমা তৈরির জন্য ব্যবহৃত খালি কাঁচের বোতল, ১০ টি হান্টার বিয়ার ক্যান, ৩৩ টি এসএস পাইপের লাঠি, ১৪ টি কাঠের লাঠি, ৩০ টি পুরাতন হেলমেট উদ্ধার করে র্যাব।
র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃত আলামত সমূহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।