শিরোনাম
ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ৪৯৬ কোটি ৩৭ লাখ টাকার দুর্নীতির অভিযোগে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের গুলশান কর্পোরেট শাখার সাবেক ম্যানেজার (বরখাস্তকৃত) ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডি. এম রফিকুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
আজ দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আনজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/৪২০/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়েরের করা হয়েছে।
মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন, ডেকিং স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামছুল ইসলাম খান, ডেকিং স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেডের পরিচালক মো. ফারুক হোসেন, মো. নজরুল ইসলাম, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ফয়সাল জোবায়ের, তাসলিমা আক্তার, প্রিন্সিপাল অফিসার মো. মাহফুজুল ইসলাম, রোজিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু রায়হান, জিও স্টিলের স্বত্বাধিকারী মো. জিয়াউর রহমানসহ অন্যান্যরা।