বাসস
  ২৩ অক্টোবর ২০২৫, ২২:৩৯

সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান

ছবি : সংগৃহিত

ঢাকা, ২৩ অক্টোবর ২০২৫ (বাসস) : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ বৃহস্পতিবার অসহায় ১৮টি পরিবারের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে পরিবারগুলোর প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি অভুক্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- শামীম মিয়া, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ আরমান, মশিউর রহমান মহান, আদনান আজাদ, ইমরান রাশেদ, সিমান্ত সরকার, তৌফিক সিতু, শুভব্রত সরকার, মিজানুর রহমান তাসিব, ফয়সাল বিন আজম ও মহিউদ্দিন মাহিন প্রমুখ।