বাসস
  ২২ অক্টোবর ২০২৫, ২১:২১

রংপুর অঞ্চলের উন্নয়নে শিল্পায়ন জরুরি : ব্যারিস্টার ফুয়াদ

ছবি : বাসস

রংপুর, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস): আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, রংপুর অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য শিল্পায়ন ও কারখানা স্থাপন করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলে বিনিয়োগ বাড়াতে হবে। যদি শিল্প-কারখানা গড়ে ওঠে, তাহলে বেকারত্ব কমবে, তরুণরা মাদকের পথে যাবে না। ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।

আজ বুধবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরির হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, মানুষের সুস্বাস্থ্যের জন্য ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে। কৃষকদের ন্যায্য দামে সার সরবরাহ নিশ্চিত করতে হবে এবং শিক্ষার মান উন্নয়ন করতে হবে— তবেই দেশ এগিয়ে যাবে।

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ায় তাকে ধন্যবাদ জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা আন্দোলন করে আসছিলেন। শিক্ষা উপদেষ্টা বিষয়টিকে গুরুত্ব দিয়ে সমাধান করেছেন। শিক্ষকরা ঘরে ফিরে গেছেন, যদিও সব দাবি এখনো বাস্তবায়ন হয়নি।

তিনি আরো বলেন, আমরা বৈষম্য দূর করতে চাই। তাই আলোচনার ভিত্তিতে শিক্ষকদের সব ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজার রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অন্যান্য নেতারা।