বাসস
  ২২ অক্টোবর ২০২৫, ১৯:৫৮

রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ

ছবি : বাসস

রাজশাহী, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), ১৭টি হল সংসদ এবং সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম আজ বুধবার দুপুরে উপাচার্য (ভিসি) অধ্যাপক সালেহ হাসান নকীবের কাছে তার কার্যালয়ে ফলাফলের গেজেট হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক মাঈন উদ্দিন ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ, নির্বাচন কমিশনার অধ্যাপক আমিনুল হক, অধ্যাপক এনামুল হক এবং অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ, প্রধান রিটার্নিং অফিসার এবং রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান।

দীর্ঘ ৩৫ বছর পর গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত রাকসু নির্বাচনে শিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল ২৩টি কেন্দ্রীয় পদের মধ্যে ২০টিতে জয়লাভ করে। এর মধ্যে সহ-সভাপতি এবং সহকারী সাধারণ সম্পাদকের পদও রয়েছে।

উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২৮ হাজার ৯০১ জন যোগ্য ভোটারের মধ্যে মোট ২০ হাজার ১৮৭ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন।

ফলাফল অনুসারে, শিবির-সমর্থিত প্যানেলের মুস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৮৮৭ ভোট পেয়ে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদল (জেসিডি) সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন ৩৩৯৭ ভোট।  

তবে, সাধারণ সম্পাদক (জিএস) পদটি পেয়েছেন সালাহউদ্দিন আম্মার। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি ১১ হাজার ৫৩৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির-সমর্থিত প্যানেলের ফাহিম রেজাকে পরাজিত করেন। ফাহিম ৫ হাজার ৭২৯ ভোট পেয়েছেন। ফাহিম রেজাও একজন সমন্বয়ক।

এজিএস পদে শিবির-সমর্থিত প্যানেলের এসএম সালমান সাব্বির ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে জয়ী হন। তিনি জেসিডি-সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এশাকে পরাজিত করেন।

এ বছরের রাকসু নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২৩টি কেন্দ্রীয় পদের জন্য ২৪৮ জন, ১৭টি হল পরিষদের জন্য ৫৯৭ জন এবং বিশ্ববিদ্যালয় সিনেটে পাঁচটি ছাত্র-প্রতিনিধি পদের জন্য ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রাকসু নির্বাচনে ভিপি পদের জন্য ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

হল পরিষদ নির্বাচনে ভিপি পদে ৬১ জন, জিএস পদে ৫৮ জন এবং এজিএস পদে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ছয়টি ছাত্রী হলে ভিপি এবং জিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এজিএস পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রাকসু, হল পরিষদ এবং সিনেট নির্বাচনে মোট ১১টি ছাত্র প্যানেল অংশগ্রহণ করেছে।