বাসস
  ২১ অক্টোবর ২০২৫, ১৮:৩৩

জাতীয় প্রেসক্লাব সদস্য আখতার হোসেন মাসুদ আর নেই

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস): জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও নিউজ টুডে’র সাবেক বার্তা সম্পাদক আখতার হোসেন মাসুদ আর নেই। তিনি আজ ভোরে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইডি রাজিউন)। 

তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।  

আখতার হোসেন মাসুদ ১৯৬৪ সালের ৫ আগস্ট ফেনী জেলার ফুলগাজী উপজেলার নুরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।  

আজ বেলা ২টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর নাখালপাড়া লিচুবাগান জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে তেঁজগাও সিএনবি কবরস্থানে দাফন করা হয়।

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি আখতার হোসেন মাসুদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।