বাসস
  ২১ অক্টোবর ২০২৫, ১৮:১১

নৌ-পুলিশের অভিযানে অবৈধ জাল ও ইলিশসহ গ্রেফতার ৩

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের বিশেষ অভিযানে অবৈধ জাল, ইলিশ মাছ ও নৌকাসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে দিনব্যাপী নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের বিশেষ দল ও বরিশাল অঞ্চল যৌথভাবে হিজলা উপজেলার মেঘনা নদীতে বিভিন্ন পয়েন্টে ব্যাপক অভিযান চালায়।

আজ মঙ্গলবার নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো  হয়েছে।

এতে বলা হয়, অভিযানে ৮ লাখ ২৫ হাজার মিটার অবৈধ জাল, ১৮০ কেজি ইলিশ মাছ এবং ৭টি নৌকা জব্দ করা হয়। এছাড়া, ২৩টি মোবাইল কোর্ট পরিচালনা এবং ৩ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। অভিযানে জব্দকৃত জাল ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় গরিব, অসহায়দের মাঝে ও এতিমখানায় বিতরণ করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযান চলাকালে হিজলা, কালীগঞ্জ এবং অন্যান্য অস্থায়ী নৌ-পুলিশ তাদের চলমান অভিযান জোরদারভাবে অব্যাহত রাখে। অপারেশনাল কাজের অংশ হিসেবে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে মেঘনা নদীর বিভিন্ন স্থানে নজরদারি চালানো হয়, যাতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরা প্রতিরোধ করা যায়।

সরকারি নিষেধাজ্ঞার সময় করণীয় ও বর্জনীয় সম্পর্কেও লিফলেট বিতরণ এবং জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমও পরিচালনা করে নৌ-পুলিশ।

অভিযানে নৌ-পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার পুলিশ সুপার (এ্যাডমিন এন্ড ফাইনান্স) মাসুমা আক্তার, নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এসএম নাজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা কামালসহ নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অফিসার ও ফোর্স অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর থেকে এই অভিযান শুরু হয়েছে, যা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে।