শিরোনাম
ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : কুমিল্লার আদর্শ সদর এলাকায় অবস্থিত মেসার্স বিএমবি ব্রিকসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি জ. আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে আজ (মঙ্গলবার) এ আদেশ দেন।
রিটের পক্ষে আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া জানান, কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের কালিকাপুরে অবস্থিত মেসার্স বিএমবি ব্রিকসের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে।
জনস্বার্থে রিটটি দায়ের করা হয়। রিটে উল্লেখ করা হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯) এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর বিধি মেনে মেসার্স বিএমবি ব্রিকস ইটভাটা তৈরি করেনি। ফলে এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দূষণের শিকার হচ্ছে।
রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া জানান, ওই এলাকার যুক্তরাজ্য প্রবাসী কাজী আল মামুনসহ ক্ষতিগ্রস্থ পরিবার বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই ইটভাটার বিষয়ে জানায়। কিন্তু কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রভাবশালী একটি মহল বিগত সরকারের আমলেও অবৈধভাবে ইটভাটা নির্মাণ করে এলাকায় পরিবেশ নষ্ট করেছে। বিষয়টি জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমেও প্রচারিত হয়েছে এবং স্টিল ছবি সংযুক্ত করে রিটটি দায়ের করা হয়।
রিটে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ ৯ জনকে রেসপন্ডেন্ট করা হয়েছে।