বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ২৩:১৫

রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

গতকাল দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য  জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজিব খান ঈশান (২৮), সুজন (২০), মামুন (২৪), মহিউদ্দিন (২৪), জনি মিয়া (২২), সালমান খান (২৬), রানা (২০), তানভীর হক খান (৩২), আসাদ (৫০), শাকিল কুন্ড (২৪), হৃদয় (২৫), রিয়াজ (২৭), ইমন তালুকদার (২২), নাজমুল সাকিব (২৩), আরিফুল রাহুল (৩০), শান্ত (২৫), জনি (৩৬), স্বপন (২৫), পাপ্পু (৫০) ও হীরা (৪০)।

এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা, ৭৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি চাপাতি, একটি সামুরাই এবং ৫ টি স্মার্ট মোবাইল ফোনসহ একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।