বাসস
  ০৯ অক্টোবর ২০২৫, ২০:৩৯

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে সমর্থন পুনর্ব্যক্ত করল কানাডা

ছবি : এবি পার্টি

ঢাকা, ৯ অক্টোবর ২০২৫ (বাসস) : গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের প্রতি দীর্ঘদিনের প্রতিশ্রুতির অংশ হিসেবে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতি জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছে কানাডা।

আজ বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’র নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎকালে এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে তারা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রূপান্তরের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

কানাডার হাইকমিশন পুনর্ব্যক্ত করে জানায়, গণতান্ত্রিক নীতি ও নির্বাচনী প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণের পক্ষে তারা দৃঢ় অবস্থানে রয়েছে, যা নির্বাচনকে বিশ্বাসযোগ্যতা ও স্থিতিশীলতা দেবে।