বাসস
  ০৯ অক্টোবর ২০২৫, ১৬:৫২

দেশব্যাপী সকল অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু করেছে এনবিআর

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : দেশের সকল কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। এনবিআর জানায়, এর ফলে করদাতাগণ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সহজে অনলাইনে রিটার্ন পূরণ করে নিমিষেই দাখিল করতে পারছেন।

এ পর্যন্ত প্রায় ২৯ লাখ ২০ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন এবং ৬ লাখ ৩৫ হাজার করদাতা অনলাইনে ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিল করেছেন।

এনবিআর আরও জানায়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে তিনি পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

এছাড়া করদাতাগণের জন্য ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজবোধ্য করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত বছরের মতো এ বছরও অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে। রেজিস্ট্রেশন লিংক:
https://etaxnbr.gov.bd/training/e-return লিংকে লগইন করে যেকোনো আগ্রহী করদাতা এবং কর আইনজীবীগণ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য তাঁদের আগ্রহ ব্যক্ত করতে পারবেন।

ই-রিটার্ন প্রশিক্ষণের তারিখ ও সময় সকল আগ্রহী করদাতা এবং কর আইনজীবীদের স্ব-স্ব ইমেইলে জানিয়ে দেওয়া হবে।

এ পর্যন্ত প্রায় ১৫ হাজার করদাতা প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এদিকে হেল্প ডেস্ক সভায় যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার স্থাপন করেছে।

উক্ত কল সেন্টারের ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে করদাতাগণ হেল্প ডেস্ক সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। এছাড়া www.etaxnbr.gov.bd পোর্টালের “হেল্প ডেস্ক” অপশন থেকে করদাতাগণ যেকোনো সমস্যা লিখিতভাবে জানালে তারও সমাধান পাচ্ছেন।

সারা দেশের সকল কর অঞ্চলে ই-রিটার্ন বিষয়ক সেবা প্রদানের লক্ষ্যে ই-রিটার্ন হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।

সম্মানিত করদাতাগণ নিজ নিজ কর অঞ্চলে স্বশরীরে উপস্থিত হয়ে অথবা নিম্নোক্ত ফোন নম্বরে যোগাযোগ করে ই-রিটার্ন বিষয়ক সেবা পেতে পারেন। করদাতাগণ ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। তাৎক্ষণিকভাবে নিজেই স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের স্বীকৃতি প্রিন্ট নিতে পারেন এবং প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে আয়কর সনদও প্রিন্ট করতে পারেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় সংশ্লিষ্ট করদাতার জন্য প্রযোজ্য সকল তথ্য-উপাত্ত সঠিকভাবে পূরণ করতে হয়, তবে কোনো কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হয় না। যে সকল তথ্য-উপাত্তের ভিত্তিতে অনলাইন রিটার্ন পূরণ করা হয়েছে, সেগুলো করদাতা নিজ দায়িত্বে সংরক্ষণ করতে পারেন।

সকল ব্যক্তি করদাতাগণকে যথাসময়ে www.etaxnbr.gov.bd পোর্টালে তাঁদের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সংক্রান্ত সকল তথ্য যথাযথভাবে পূরণ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করে নাগরিক দায়িত্ব পালনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড অনুরোধ জানিয়েছে।