বাসস
  ০৮ অক্টোবর ২০২৫, ১৪:৩৫
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১৭:১৯

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মীসহ গ্রেফতার ১১

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত নেতাকর্মীসহ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার তাদেরকে গ্রেফতার করে ডিবি। ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে তারা ঢাকায় এসেছিল। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা চঞ্চল মিয়া ওরফে এনায়েত করিম চঞ্চল (৩৫), ছাত্রলীগ নেতা রাশিদুল ইসলাম রন্টি (২৭), আওয়ামী লীগ কর্মী মো. হান্নান মিয়া (৫০), ছাত্রলীগ নেতা শাহিদ কাজী (২২), ছাত্রলীগ নেতা রাজীব শিকদার (১৯), ছাত্রলীগ নেতা রায়হান পাইক (২১), ছাত্রলীগ নেতা রবিউল মিয়া (২১), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মধ্যপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইসলাম বেপারী (৪৫), চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হক (৪২), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পৌর যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. গোলাম মোহাম্মদ সুজন (৫০) ও ছাত্রলীগ-ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সম্পাদক রাকিব হোসেন জমাদার (৩১)। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।