বাসস
  ০৭ অক্টোবর ২০২৫, ২১:০৫
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ২২:০৮

নারীর কর্মসংস্থানে অন্তর্ভুক্তিমূলক অঙ্গীকার নিয়ে শেষ হলো হরাইজন ফেস্ট 

ছবি : বাসস

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : নারী ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে রাজধানীতে দু’দিনব্যাপী হরাইজন ফেস্ট আজ মঙ্গলবার সমাপ্ত হয়েছে। 

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর উদ্যোগে এবং জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা (জিআইজেড)-এর কারিগরি সহায়তায় ‘হরাইজন ফেস্ট ২০২৫ : সেলিব্রেটিং ওমেন, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট’-এর আয়োজন শুরু হয় গত সোমবার।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এই আয়োজনে নারীর ক্ষমতায়নকে দক্ষতা ও কর্মসংস্থানের মাধ্যমে উদযাপন করা হয়। পাশাপাশি বাংলাদেশে দক্ষতা উন্নয়নে নারীবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন আলোচনা, কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নারী নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের সুযোগ তুলে ধরা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া। 

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, জিআইজেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. আন্দ্রেয়াস কুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি এম সিরাজ উদ্দিন মিয়া তার বক্তব্যে জাতীয় ও আন্তর্জাতিক কর্মসংস্থান সুযোগে নারীরা যেন সমানভাবে অংশ নিতে পারে তা নিশ্চিত করার জন্য আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্বের ওপর জোর দেন। 

তিনি বলেন, দুই দিনব্যাপী কর্মশালাগুলোতে নারীবান্ধব, যোগ্যতাভিত্তিক প্রশিক্ষণ, বেসরকারি খাতের সম্পৃক্ততা এবং সুবিধাবঞ্চিত নারীদের জন্য অন্তর্ভুক্তিমূলক সুযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে মমতাজ আহমেদ বলেন, হরাইজন ফেস্ট নারীর ক্ষমতায়নে দক্ষতা ও কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরতে সক্ষম হয়েছে। সরকারি, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা তৈরি হয়েছে, যা ভবিষ্যতের নীতি-নির্ধারণে দিকনির্দেশনা দেবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, নারী, দক্ষতা এবং কর্মসংস্থান— এই তিনটি কেবল পৃথক ধারণা নয়, বরং উন্নত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তিনটি পরস্পর-সংযুক্ত স্তম্ভ। 

সভাপতির বক্তব্যে এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, এই আয়োজনের মাধ্যমে যে সুপারিশগুলো উঠে এসেছে, তা নীতি প্রণয়ন এবং নারীদের ডিজিটাল অর্থনীতি, সবুজ শিল্প ও সৃজনশীল খাতে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করবে।