বাসস
  ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১

রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন : ভোটগ্রহণ ১৬ অক্টোবর

ফাইল ছবি

রাজশাহী, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করেছে রাকসু নির্বাচন কমিশন। নতুন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ সোমবার রাকসু নির্বাচন কমিশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন। তবে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনার পর দেখা গেছে, ভোটগ্রহণ সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের জন্য তা উপযুক্ত নয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলমান। এর ফলে নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠুভাবে আয়োজন করার স্বার্থে নির্বাচন কমিশন ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করেছে।

নির্বাচন কমিশন জানায়, তারা সব ধরনের পরিস্থিতি ও সম্ভাব্য বাধা বিবেচনা করে নিশ্চিত করতে চায় যে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছভাবে সম্পন্ন হবে। এছাড়া, তারা সকল প্রার্থী ও শিক্ষার্থীদের ভোট প্রদান ও নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি নির্বাচনের আগে ভোটগ্রহণ ও ভোটগ্রহণ প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা তৈরি করেছিল। নির্বাচন কমিশন আশা প্রকাশ করে যে, আগামী ১৬ অক্টোবর ভোট গ্রহণের মাধ্যমে রাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।